Madhyamik Geography Suggestion 2026 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Madhyamik Geography Suggestion 2026 হল একটি শক্তিশালী সাজেশন, বলতে পারো একটি ব্রহ্মাস্ত্র। এখানে মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ মাধ্যমিক প্রশ্নপত্রের ধাঁচ বা কাঠামো অনুসরণ করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয় মাধ্যমিক ভূগোল বিষয়ে যতগুলি চ্যাপ্টার বা অধ্যায় আছে সেই প্রত্যেকটি চ্যাপ্টার বা অধ্যায়ের বিভিন্ন প্রশ্নের ১০০% গ্যারান্টিযুক্ত সাজেশন এখানে তুলে ধরা হয়েছে। 

এবছর MCQ, SAQ ও Descriptive Type Question (বড় প্রশ্ন) যত ধরনের আশার সম্ভাবনা আছে সে প্রত্যেকটি প্রশ্নকে রিসার্চ সহকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যদি তোমরা এই মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ করে যাও আমি নিশ্চিত যে তোমরা এখান থেকে সবগুলো কমন পাবে।


https://www.bhugolpedia.in/2025/10/madhyamik-geography-suggestion-2026.html
Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 Hilights

  • শিরোনাম: মাধ্যমিক সাজেশন ২০২৬ (Madhyamik Geography Suggestion 2026)
  • বিষয়: ভূগোল।
  • সাল: ২০২৬
  • বোর্ড: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbbse.wb.gov.in

West Bengal Madhyamik Exam Pattern 2026 - পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন ২০২৬

মাধ্যমিক পরীক্ষায় যে মূল সাতটি মূল বিষয় আছে প্রত্যেকটিতে লিখিত হয় ৯০ নম্বরের এবং ১০ নম্বরের থাকে প্রোজেক্ট। এখানে মূল সাতটি বিষয় হলো বাংলা, ইংরেজি, অংক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। আমরা জানি দশম শ্রেণির পুরো শিক্ষাবর্ষকে মোট তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা: 
  • প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত)
  • দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত)
  • তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত)
এই প্রত্যেকটি পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রেই লিখিত পরীক্ষার নম্বর এবং সেই সঙ্গে Project এর মার্কস বরাদ্দ থাকে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বর করে। Project এর জন্য থাকে ১০ নম্বর করে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হল মাধ্যমিক টেস্ট পরীক্ষা (Madhyamik Test Examination)।
মাধ্যমিক পরীক্ষায় Question Pattern বা প্রশ্নপত্রের ধরন বিভিন্ন বিষয় হিসেবে আলাদা আলাদা হয়। বিগত বছরগুলির মাধ্যমিকের প্রশ্নপত্র দেখলেই তা বোঝা যায়। নিচে শুধুমাত্র ভূগোল বিষয়ের মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন (Question Pattern) নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রের ধরন ২০২৬ - Madhyamik Geography Question Pattern 2026

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ জানার আগে মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্রের ধরন ২০২৬ জানা জরুরি। নিচে মাধ্যমিক ভূগোলের প্রশ্নপত্রের ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। বিগত বছরগুলির ন্যায় এবছরও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের ধরণে কোনরূপ পরিবর্তন হবে না। মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্রে মূলত ক থেকে চ পর্যন্ত ৬ টি বিভাগ থাকে। এই বিভাগগুলি থেকে কি ধরনের প্রশ্ন আসে তা নিচে আলোচনা করা হলো।
  1. বিভাগ ক: এই বিভাগ থেকে সমস্ত অধ্যায় মিলিয়ে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ প্রশ্ন থাকে মোট ১৪ টি। প্রতিটি প্রশ্নের মান হয় ১। তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে থাকে ৬ টি প্রশ্ন, পরিবেশ ভূগোল থেকে থাকে ১ টি, আঞ্চলিক ভূগোল থেকে থাকে ৬ টি, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে থাকে ৬ টি প্রশ্ন। মোট ১ টি। ১×১৪= ১৪ নম্বর
  2. বিভাগ খ: এই বিভাগ থেকে কোন MCQ প্রশ্ন থাকে না। থাকে শুধুমাত্র ২২ টি অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হয় ১। তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে থাকে ৯ টি প্রশ্ন, পরিবেশ ভূগোল থেকে ২ টি, আঞ্চলিক ভূগোল থেকে ৯ টি, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে থাকে ২ টি প্রশ্ন। মোট ২২ টি প্রশ্ন। ১×২২= ২২ নম্বর
  3. বিভাগ গ: এই বিভাগে থাকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ২। এর মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে থাকে ২ টি প্রশ্ন, পরিবেশ ভূগোল থেকে থাকে ১ টি, আঞ্চলিক ভূগোল থেকে থাকে ২ টি, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে থাকে ১ টি MCQ প্রশ্ন। মোট ৭ টি প্রশ্ন। ২×৬ = ১২ নম্বর
  4. বিভাগ ঘ: এই বিভাগ থেকে উপরে দেওয়া প্রত্যেকটি অধ্যায় থেকে থাকে ১ টি করে মোট ৪ টি ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ৩ করে। অর্থাৎ ৩×৪ = ১২ নম্বর
  5. বিভাগ ঙ: এই বিভাগ থেকে থাকে ৪ টি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ৫ করে। প্রাকৃতিক ভূগোল থেকে থাকে ২ টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে থাকে ২ টি প্রশ্ন। অর্থাৎ ৫×৪ = ২০ নম্বর
  6. বিভাগ চ: এখানে ভারতের মানচিত্র থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১।

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ বিস্তারিত

নিচে অধ্যায় ভিত্তিক মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ (Madhyamik Geography Suggestion 2026) বিস্তারিত আলোচনা করা হলো।

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ: ২ নম্বরের প্রশ্ন।

  1. অবরোহন কাকে বলে?
  2. আরোহন কাকে বলে? 
  3. নগ্নীভবন কাকে বলে? 
  4. পর্যায়ন কাকে বলে? 
  5. পুঞ্জিতক্ষয় কাকে বলে? 
  6. মন্থকূপ খুব কী?
  7. বার্গস্রুন্ড কাকে বলে?
  8. হিমরেখা কাকে বলে? 
  9. নুনাটক কাকে বলে?
  10. জলবিভাজিকা কাকে বলে? 
  11. প্রপাতকূপ কাকে বলে? 
  12. ড্রামলিন কাকে বলে? 
  13. লোয়েস কাকে বলে?
  14. হিমশৈল কাকে বলে?
  15. ক্রেভাস কী?

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ: ৩ নম্বরের প্রশ্ন।

  1. আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।
  2. নদীর ক্ষয় কাজের প্রক্রিয়াগুলি লেখো।
  3. নদীর বহন কাজের প্রক্রিয়াগুলি লেখো।
  4. বায়ুর ক্ষয় কাজের প্রক্রিয়াগুলি লেখো।
  5. বায়ুর বহন কাজের প্রক্রিয়াগুলি লেখো।
  6. জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? 
  7. সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 
  8. বদ্বীপ সৃষ্টির কারণগুলি লেখো।
  9. হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? 
  10. পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো।
  11. U আকৃতির উপত্যকা ও V আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।
  12. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? 
  13. পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি আলোচনা করো। 
  14. মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? 
  15. সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব গুলি কী কী?

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ: ৫ নম্বরের প্রশ্ন।

  1. নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো।
  2. বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো।
  3. নদী ও বায়ুর মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির বর্ণনা করো।
  4. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো।
  5. নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো।
  6. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা করো।

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল: ২ নম্বরের প্রশ্ন।

  1. ওজন গহ্বর কাকে বলে?
  2. বৈপরীত্য উত্তাপ কাকে বলে? 
  3. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? 
  4. ITCZ কী?
  5. ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? 
  6. আপেক্ষিক আদ্রতা কাকে বলে? 
  7. এল নিনো কাকে বলে?
  8. ইনসুলেশন কাকে বলে? 
  9. সমোষ্ণরেখা কাকে বলে? 
  10. স্থলবায়ু ও সমুদ্র বায়ু কাকে বলে? 
  11. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? 
  12. অ্যাডভেকশন কাকে বলে?
  13. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? অথবা, উচ্চস্থান শীতল হয় কেন? অথবা, পর্বত চূড়ায় বরফ জমে কেন?
  14. জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো।

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল: ৩ নম্বরের প্রশ্ন।

  1. আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় কেন?
  2. বায়ুমণ্ডলের ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? 
  3. ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। 
  4. বায়ুমন্ডলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কেন? 
  5. জেট বিমানগুলি স্ট্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে কেন? 
  6. ওজন গহর সৃষ্টির  কারণ ও তার প্রতিকারের উপায় গুলি লেখো।
  7. আন্টার্টিকাতে ওজন হোল সৃষ্টির কারণ গুলি লেখো।
  8. বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো।
  9. আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? 
  10. বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
  11. মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন? 
  12. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  13. উষ্ণতার সাথে বায়ু চাপের সম্পর্ক কী? 
  14. ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলে কেন?
  15. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? 
  16. 4 O'clock Rain কাকে বলে?
  17. চরম বা নিরপেক্ষ ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য লেখো।
  18. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতো ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো।
  19. জিওস্ট্রফিক বায়ু কাকে বলে?
  20. ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্ধ মন্ডল বলা হয় কেন?

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল: ৫ নম্বরের প্রশ্ন।

  1. ভূপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো।
  2. বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো।
  3. পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিহত বায়ুর সম্পর্ক আলোচনা করো।
  4. চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের পরিচয় দাও।
  5. ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, মৌসুমি, তুন্দ্রা জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো।

তৃতীয় অধ্যায়: বারি মন্ডল: ২ নম্বরের প্রশ্ন।

  1. শৈবাল সাগর কী?
  2. মগ্নচড়া কাকে বলে? 
  3. গায়র কী?
  4. সিজিগি কাকে বলে?
  5. অ্যাপোজি ও পেরিজি কাকে বলে?
  6. হিমপ্রাচীর কাকে বলে?
  7. ষাঁড়াষাঁড়ি বান কাকে বলে?
  8. বানডাকা কাকে বলে?
  9. মুখ্যজোয়ার কাকে বলে? 
  10. গৌণজোয়ার কাকে বলে?

তৃতীয় অধ্যায়: বারি মন্ডল: ৩ নম্বরের প্রশ্ন।

  1. নিউ ফাউন্ডল্যান্ডে সারা বছর কুয়াচ্ছন্ন থাকে কেন?
  2. একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘন্টা ৫২ মিনিট হয় কেন?
  3. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন?
  4. সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
  5. অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? 
  6. পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কী?
  7. জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।
  8. পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন?
  9. ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি কম হয় কেন?
  10. ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো।

তৃতীয় অধ্যায়: বারি মন্ডল: ৫ নম্বরের প্রশ্ন।

  1. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
  2. জোয়ারভাটা সৃষ্টির কারণ গুলি লেখো।
  3. সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
  4. জোয়ারভাটার প্রভাব লেখো।

চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা: ২ নম্বরের প্রশ্ন।

  1. বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে?
  2. ভরাটকরণ কাকে বলে?
  3. E- Waste কী?
  4. কঠিন বর্জ্য বলতে কী বোঝো? 
  5. ইউট্রোফিকেশন কাকে বলে? 
  6. ফ্লাই-অ্যাশ কী?
  7. 4R কী?
  8. স্ক্রাবার পদ্ধতিটি লেখো।
  9. তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? 
  10. গঙ্গা-অ্যাকশন-প্ল্যান (GAP) বলতে কী বোঝ?
  11. পৌরবর্জ্য কাকে বলে?
  12. ম্যানিওর পিট কী?

চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা: ৩ নম্বরের প্রশ্ন।

  1. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো।
  2. কঠিন বর্জ্য ও তরল বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
  3. বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
  4. জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।
  5. পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
  6. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
  7. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো।
  8. বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।

পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ: ২ নম্বরের প্রশ্ন।

  1. দুন উপত্যকা কাকে কী 
  2. মরুস্থুলী কাকে বলে?
  3. ডেকানট্র্যাপ কাকে বলে?
  4. কারেওয়া কাকে বলে?
  5. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে? 
  6. কয়াল কাকে বলে?
  7. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
  8. আঁধি কী?
  9. মালনাদ ও ময়দান কাকে বলে?
  10. লু কাকে বলে?
  11. ধ্রিয়ান কাকে বলে?
  12. ভাবর কাকে বলে?
  13. অন্তর্বাহিনী নদী কাকে বলে?
  14. ধাপ চাষ কাকে বলে? 
  15. আম্র বৃষ্টি কাকে বলে?
  16. জীবিকা সত্ত্বাভিত্তিক  কৃষি কাকে বলে?
  17. বাগিচা ফসল বলতে কী বোঝ?
  18. শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প কাকে বলে?
  19. SAIL কী?
  20. রেটুন কী?
  21. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? অথবা, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?
  22. পণ্যসূচক কাকে বলে? 
  23. আউটসোর্সিং কাকে বলে? 
  24. অনুসারী শিল্প কী?
  25. পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?
  26. বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝ? 
  27. আদমশুমারি কাকে বলে? 
  28. জনবিস্ফোরণ কাকে বলে?

পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ: ৩ নম্বরের প্রশ্ন।

  1. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখো।
  2. পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো।
  3. মলনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো।
  4. পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
  5. ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
  6. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে? এর তিনটি বৈশিষ্ট্য লেখো।
  7. উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্ব লেখো। 
  8. উত্তরের সমভূমি অঞ্চলের গুরুত্ব লেখো।
  9. মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি উল্লেখ করো।
  10. দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো।
  11. উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন?
  12. নর্মদা ও তাপ্তি নদী পশ্চিমবাহিনী কেন?
  13. দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা কেন?
  14. পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
  15. করমন্ডল উপকূলে বছরে দু'বার বৃষ্টিপাত হয় কেন?
  16. ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো।
  17. সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা লেখো।
  18. খারিফ শস্য ও রবিশস্যের মধ্যে পার্থক্য লেখো।
  19. জায়িদ শস্য কী? এর বৈশিষ্ট্য গুলি লেখো।
  20. ভারতীয় কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি লেখো 
  21. উত্তর-পূর্ব ভারত চা চাষে উন্নত কেন?
  22. ভারতীয় কৃষির সমস্যা ও সমাধানগুলি লেখো।
  23. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
  24. ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
  25. পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
  26. দক্ষিণ ভারতের বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী?
  27. জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো।
  28. দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন? 
  29. জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? 
  30. চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক অধিক প্রয়োজন কেন?
  31. ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।

পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ: ৫ নম্বরের প্রশ্ন।

  1. প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
  2. দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
  3. ভারতের উপকূলীয় সমভূমির বিভিন্ন প্রকার ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
  4. ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে তুলনা করো।
  5. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো।
  6. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
  7. ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
  8. আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
  9. কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
  10. চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 
  11. কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো।
  12. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী?
  13. পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন?
  14. পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?
  15. ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী?
  16. ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ গুলি কী কী?

ষষ্ঠ অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র: ২ নম্বরের প্রশ্ন।

  1. দূরসংবেদন কাকে বলে?
  2. মিলিয়ন শিট কী?
  3. পিক্সেল কাকে বলে? 
  4. মিলিয়ন শিট কাকে বলে?
  5. জিওস্টেশনারি উপগ্রহ কাকে বলে?
  6. ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে? 
  7. ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে?
  8. পিক্সেল কাকে বলে?
  9. ব্যান্ড কাকে বলে?
  10. বাইনারি চিত্র কাকে বলে? 
  11. ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো।
  12. বিমান চিত্রের দুটি সীমাবদ্ধতা লেখো।

ষষ্ঠ অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র: ৩ নম্বরের প্রশ্ন।

  1. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো।
  2. উপগ্রহ চিত্রের গুরুত্ব আলোচনা করো।
  3. উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো।
  4. ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী? অথবা, ভূবৈচিত্র মানচিত্রের সিরিজ গুলি কী কী?
  5. জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো।
  6. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের গুরুত্ব লেখো। 
  7. ভূবৈচিত্র সূচক মানচিত্রের ব্যবহার লেখো। 
  8. সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো।
https://www.bhugolpedia.in/2025/10/madhyamik-geography-suggestion-2026.html
Madhyamik Geography Suggestion 2026

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন ২০২৬ - Madhyamik Geography Map Pointing Suggestion 2026

মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন ২০২৬ এ যে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো নিচে দেওয়া হলো।
  • নদ-নদী ও হ্রদ: নর্মদা, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, সম্বর হ্রদ।
  • পর্বত, পর্বতমালা ও মালভূমি: আরাবল্লি পর্বত, বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, কারাকোরাম পর্বতশ্রেণী, ছোটনাগপুর মালভূমি, লাদাখ মালভূমি, লাভা গঠিত মালভূমি, মেঘালয় মালভূমি।
  • শহর ও নগর: দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই।
  • মৃত্তিকা: লোহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা।
  • উপকূল: মালাবার উপকূল, উত্তর সরকার উপকূল, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল। অতিরিক্ত: পক প্রণালী, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী।
  • কৃষি: ধান, গম, চা, পাট, কার্পাস, কফি ইত্যাদি ফসলের উৎপাদক অঞ্চল, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল।
  • শিল্প: ভারতের ম্যানচেস্টার (আমেদাবাদ), উত্তর ভারতের ম্যানচেস্টার (কানপুর), দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (কোয়েম্বাটুর), উত্তর ভারতের বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প, একটি জাহাজ নির্মাণ শিল্প।
  • বন্দর: পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ( বিশাখাপত্তনম), ভারতের শুল্কমুক্ত বন্দর ( কান্ডালা), অতিরিক্ত: পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব ভারতের রেল সদর দপ্তর। 
  • স্বাভাবিক উদ্ভিদ: চিরহরিৎ উদ্ভিদ, কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, মরু উদ্ভিদ বা শুষ্ক অঞ্চলের উদ্ভিদ।
  • বৃষ্টিপাত অঞ্চল: বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল (করমন্ডল উপকূল) অথবা শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ( করমন্ডল উপকূল), একটি বৃষ্টিছায় অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল বা ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।

আরও পড়ুন

SAQ

Q1. Madhyamik Geography Suggestion 2026 SAQ PDF Free Download করা যাবে?

Ans: হ্যাঁ Madhyamik Geography Suggestion 2026 এর SAQ  প্রশ্নের PDF Free Download অবশ্যই যাবে, সেজন্য আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে।

Q2. মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ PDF পাওয়া যাবে?

Ans: হ্যাঁ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ এর PDF পাওয়া যাবে, সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে।

Q3. Class 10 Geography Suggestion 2026 এ কি সব প্রশ্ন কমন পাওয়া যাবে?

Ans: হ্যাঁ যাবে, তবে সঙ্গে কিছু অতিরিক্ত প্রশ্ন পড়ে রাখতে হবে।

Q4. দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৬ কি একটি বিজ্ঞানসম্মত সাজেশন?

Ans: হ্যাঁ অবশ্যই এটি একটি বিজ্ঞানসম্মত সাজেশন।

উপসংহার

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ এ বিভিন্ন বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলি Suggestion আকারে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি প্রশ্নেই গুরুত্ব সহকারে পড়া প্রয়োজন। কেউ যদি এই সাজেশনের মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে সাজেশন তৈরি করতে যাও তাহলে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
 
Madhyamik Geography Suggestion 2026 সাজেশনটি একটি Scientific সাজেশন। কারণ একটি বিজ্ঞানসম্মত সাজেশন যেভাবে প্রস্তুত করা উচিত, এটি সেভাবেই করা হয়েছে। তবুও বলবো যারা অতি উচ্চ মেধার ছাত্র-ছাত্রী তাদের জন্য কোন সাজেশনই যথেষ্ট নয়, এক কথায় তাদের কোনও সাজেশন ফলো করা উচিত নয়। এছাড়াও কোন ছাত্রছাত্রী যদি মনে করে আমি সাজেশন ভিত্তিক পড়াশোনা করবো না তারাও এই মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ এড়িয়ে যেতে পারো।

সবশেষে আরেকটি কথা প্রত্যেকের জেনে রাখা উচিত যে, বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের প্রশ্ন একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ট্রেন্ড মেনে হয়েছিল, এবছর অর্থাৎ ২০২৬ সালে যদি এর ব্যতিক্রম হয় তাহলে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাই আমার ব্যক্তিগত পরামর্শ, তোমরা অবশ্যই ভূগোলের টেক্সট বইটি লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, নিয়মিত লেখা প্র্যাকটিস করবে, নিয়মিত মক টেস্ট দেবে, রিভিশন করবে তবেই ভূগোলে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে।

Next Post Previous Post