HS 4th Semester Routine 2026 | উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026

HS 4th Semester Routine 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026) ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বারা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা কবে হবে, কখন শুরু হবে, কবে কোন বিষয়ের পরীক্ষা, পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা ইত্যাদি বিষয় এই HS 4th Semester Routine 2026 West Bengal Board এ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়েছে। এখানে আমি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল রুটিনটি সম্পূর্ণ বাংলাতে বিশ্লেষণ করার চেষ্টা করেছি।

HS 4th Semester Routine 2026 PDF Download

আশা করি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026 ( HS 4th Semester Routine 2026 West Bengal Board) দেখে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত জিজ্ঞাসা মিটে যাবে। উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন 2026 ছাড়াও চতুর্থ সেমিস্টারের জন্য দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে বিষয়েও এই আর্টিক্যালে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।

HS 4th Semester Routine 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026) Overview


https://www.bhugolpedia.in/2025/10/hs-4th-semester-routine-2026.html
HS 4th Semester Routine 2026 West Bengal

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) দ্বারা প্রকাশিত HS 4th Semester Routine 2026 আগামী বছরের জানুয়ারি মাসের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য একটি সম্পূর্ণ সময়সূচী। রুটিনটি ছাত্র-ছাত্রীদের কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ যে তারা রুটিনটি দেখে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য পড়াশোনার পরিকল্পনা তৈরি করতে পারবে। WBCHSE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রুটিনটি প্রকাশ করেছে। তাই যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 এর পরীক্ষা দেবে তারা নিচে দেওয়া সম্পূর্ণ রুটিনটি দেখে নাও। নিচে রুটিনের মূল বিষয়, বিষয়ভিত্তিক তারিখ, PDF Download প্রক্রিয়া, PDF Download Link ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

HS 4th Semester Routine 2026 Highlights

  • বোর্ডের নাম: West Bengal Council of Higher Secondary Education
  • শ্রেণি: দ্বাদশ (Class 12/ Higher Secondary)
  • সেমিস্টার: চতুর্থ সেমিস্টার (4th Semester)
  • রুটিন প্রকাশের তারিখ: 07/05/2025
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://wbchse.wb.gov.in/

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026 : সময় ও তারিখ

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 (WBCHSE 4th Semester 2026) এর পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং শেষ হবে দুপুর ১২ টায়। এখানে মোট সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘন্টা। কিন্তু সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা, ভিজুয়াল আর্টস এবং মিউজিক বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে সকাল ১১ টা ১৫ মিনিট পর্যন্ত। এখানে মোট সময় দেওয়া হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ পর্যন্ত। অর্থাৎ মোট ১৬ দিন ধরে এই পরীক্ষা চলবে।

HS 4th Semester Routine 2026 Subject-wise Time Table (Tentative)

HS 4th Semester Routine 2026 West Bengal Board তারিখ ও বার অনুযায়ী নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

  • 12.02.2026, Thursday: Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi.
  • 13.02.2026 , Friday: English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English.
  • 17.02.2026, Tuesday: Physics, Nutrition, Education, Accountancy.
  • 18.02.2026 , Wednesday: All Vocational Subjects, i.e. Visual Arts and Music for which time will be from Health Care, Automobile, Organised Retailing, Security, IT and ITeS, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture (AGLV), Power, Banking Financial Service and Insurance, Food Processing, Telecom - All Vocational Subjects.
  • 19.02.2026, Thursday: Mathematics, Agriculture (AGRI), Journalism and Mass Communication, Sanskrit, Persian, Arbic.
  • 20.02.2026, Friday: Biological Science, Political Science, Costing and Taxation.
  • 21.02.2026, Saturday: Statistics, Psychology, Commercial Law and Preliminaries of Auditing, History.
  • 23.02.2026, Monday: Chemistry, Geography, Human Development and Resource Management, Business Studies.
  • 24.02.2026, Tuesday: Philosophy.
  • 25.02.2026, Wednesday: Economics, Anthropology, Science of Well Being, Applied Artificial Intelligence.
  • 26.02.2026, Thursday: Cyber Security, Artificial Intelligence, Data Science, Sociology.
  • 27.02.2026, Friday: Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts.

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) প্রয়োজন মনে করলে ওপরে দেওয়া রুটিনটি যেকোনো সময় পরিবর্তন করতে পারে। সেজন্য ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষা ও অভিভাবকদের নিয়মিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করার প্রয়োজন আছে।


https://www.bhugolpedia.in/2025/10/hs-4th-semester-routine-2026.html
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026

WBCHSE HS 4th Semester Routine 2026 PDF Download

How to Download HS 4th Semester Routine 2026 West Bengal Board PDF?

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026 ডাউনলোড করতে গেলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

  1. WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  2. অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.wbchse.wb.gov.in
  3. Notification Section এ যেতে হবে।
  4. HS 4th Semester Routine 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।
  5. একটি PDF ফাইল খুলবে, সেটি ডাউনলোড করে রাখতে হবে।
  6. এছাড়াও আমার WhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে। সেখান থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।

HS 4th Semester Preparation Tips 2026

পড়াশোনার কৌশল (Study Plan)

  • WBCHSE এর সিলেবাস অনুযায়ী প্রতিদিনের রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে।
  • বিগত বছরের প্রশ্নপত্র দেখে অনুশীলন করতে হবে।
  • দুর্বল অংশগুলি অধিক মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।
  • সপ্তাহে দুই থেকে তিন দিন Revision করতে হবে।
  • নিয়মিত Mock Test দিতে হবে।

মানসিক স্বাস্থ্য (Mental Health)

  • পর্যাপ্ত ঘুম ও সুষম আহার গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার আগে যাতে অযথা মানসিক চাপ তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে।
  • Medication ও Time Management এর জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

Read More

FAQ

Q1. HS 4th Semester Routine 2026 এর কোনরূপ কোনরূপ পরিবর্তন হয়েছে কি?

Ans: না, এখনও পর্যন্ত কোনরূপ পরিবর্তন হয়নি। 

Q2. উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026 কোথায় দেখতে পারবো?

Ans: সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে।

Q3. What is the minimum passing mark for WB HS Examination?

Ans: 30%

Q4. Where can I download the WB HS Routine 2026 PDF?

Ans: WBCHSE এর Official Website থেকে Download করা যাবে।

Q5. When will the WBCHSE HS Exam Start?

Ans: সকাল ১০ টা থেকে (10 a.m.)।

Q6. WBCHSE HS Exam 2026 এর Admit Card কবে দেওয়া হবে?

Ans: পরীক্ষা শুরুর ১ থেকে ২ সপ্তাহ আগে।

উপসংহার

HS 4th Semester Routine 2026 দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন তারিখে কি কি পরীক্ষা আছে। তাই রুটিন দেখে স্টাডি প্ল্যান করতে তোমাদের কোন অসুবিধা হওয়ার কথা নয়। বর্তমানে তোমাদের এখন করণীয় তা হল দুর্বল অংশগুলি চিহ্নিত করা এবং সেগুলির উপর বেশি জোর দেওয়া। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষাতে কোনও MCQ প্রশ্ন থাকবে না। তাই OMR Sheet দেওয়া হবে না। যা কিছু উত্তর লিখতে হবে সব সাদা খাতায় লিখতে হবে। সেখানে ২,৩,৪ এবং ৫ নম্বরের বড় প্রশ্ন থাকবে। অতএব বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেওয়া যাবে না। কারণ MCQ প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা থাকলেও বড় প্রশ্নের ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেক সময় থাকে না।

তাই তোমাদের যাতে কোনরূপ অসুবিধা না হয় সেজন্য আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রুটিন 2026 এর PDF Download লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই আর্টিক্যালে দিয়ে রেখেছি। তোমরা যে কোনও সময় সেগুলি ডাউনলোড করে তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারো।

Next Post Previous Post