WB HS 4th Semester Geography Suggestion 2026 PDF | চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026

WB HS 4th Semester Geography Suggestion 2026 PDF বা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026  বর্তমানে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের এখন চতুর্থ সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির সময় এসে গেছে তাই একজন ভৌগলিক শিক্ষক হিসেবে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WB HS 4th Semester Geography Suggestion 2026 PDF। বোর্ডের নতুন সিলেবাস অনুযায়ী

https://www.bhugolpedia.in/2025/11/wb-hs-4th-semester-geography-suggestion-2026.html
WB HS 4th Semester Geography Suggestion 2026

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন এ বিস্তারিতভাবে তোমরা পাবে প্রতিটি অধ্যায় থেকে ২, ৩ ও ৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর চতুর্থ সেমিস্টার হিসেবে এটিই প্রথম পরীক্ষা। স্বাভাবিকভাবেই WBCHSE 4th Semester Geography Exam 2026 ও তোমাদের করে এবছর নতুন। তাই ভূগোল সাজেশন তৈরি করা তোমাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। তাই তোমার জন্য নিয়ে এসেছি ১০০% কমন পাওয়ার উপযুক্ত উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2026। চাইলে তোমরা এই  WBCHSE 4th Semester Geography Suggestion 2026 কে PDF Download করে রাখতে পারো। এটি শুধুমাত্র একটি সাজেশন নয় এটি হলো তোমাদের ক্ষেত্রে একটি ব্রহ্মাস্ত্র, কারণ এখানেই তোমরা পেয়ে যাবে ভূগোলের প্রতিটি অধ্যায়ের ছোট, বড় ও মাঝারি প্রশ্নের সঠিক সাজেশন। যেহেতু উচ্চ মাধ্যমিকের ইতিহাসে সেমিস্টার সিস্টেমে এটিই প্রথম পরীক্ষা তাই প্রশ্নের কলেবর একটু বেশি হতে পারে। কিন্তু সাজেশন - এ দেওয়া প্রশ্নগুলি যদি সঠিকভাবে করে যাও তাহলে এখান থেকে ১০০% কমন পাবে এটা নিশ্চিত।


কেন WB HS 4th Semester Geography Suggestion 2026 এত গুরুত্বপূর্ণ?

ভূগোল এমন একটি বিষয় যার সিলেবাসের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। শুধু তাই নয় বিষয়বস্তু অত্যন্ত জটিল। পরীক্ষার শেষ মুহূর্তে পড়াশোনার বিশাল চাপ সামলে কিভাবে নিশ্চিত সাফল্য অর্জন করা যায়? এই প্রশ্নের সহজ এবং কার্যকরী উত্তর হলো একটি উন্নত ভূগোল সাজেশন (WB HS 4th Semester Geography Suggestion 2026)। এই সাজেশন শুধুমাত্র সময় সাশ্রয় করে না বরং, ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতিকে একটি সঠিক সঠিক দিশা প্রদর্শন করে। একটি ভালো ভূগোল সাজেশন প্রয়োজনীয় অংশগুলি বাদ দিয়ে কেবল সেই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে, যা পরীক্ষায় কমানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং ভালো সাজেশন শুধু একটি সহায়ক উপকরণ নয়, বরং ভালো ফলাফল নিশ্চিত করা এবং কঠিন সময়ে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ভূগোল পরীক্ষার প্রস্তুতিকে সুসংগঠিত করার একটি অপরিহার্য চাবিকাঠি।
  • সময়ের সদ্ব্যবহার: চতুর্থ সেমিস্টারের বিশাল সিলেবাস থেকে সময় বাঁচিয়ে শুধুমাত্র High-weightage প্রশ্নগুলিতে অধিক মনোনিবেশ (Focus) করা।
  • আত্মবিশ্বাস বৃদ্ধি: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আয়ত্তে থাকলে পরীক্ষা হলে তোমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
  • নম্বর নিশ্চিতকরণ: একটি সাজেশন ভালোভাবে অধ্যয়ন করলে বোঝা যায় প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন। সেইসঙ্গে জানা যায় নম্বর বিভাজন ও উত্তর লেখার ধরন। সুতরাং এই বিষয়গুলি একজন ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় অধিক নম্বর পেতে সাহায্য করে। সুতরাং, আমার ব্যক্তিগত পরামর্শ তোমরা অবশ্যই WBCHSE Geography Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026) টি ফলো করে HS 4th Semester Exam 2026 এ অত্যন্ত ভালো ফল নিশ্চিত করবে।

WB HS 4th Semester ভূগোল সিলেবাসের একটি সংক্ষিপ্ত রূপরেখা

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026 জানার আগে ছাত্র-ছাত্রীদের ভূগোল সিলেবাস সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার ভূগোল সিলেবাস মূল তিনটি অংশে বিভক্ত। যথা:
  1. Fundamentals of Physical Geography বা প্রাকৃতিক ভূগোলের মূলনীতি সমূহ। এই অংশ থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন হবে। এই বিভাগে মোট ৬ টি উপবিভাগ আছে। যথা, ভূ ভুগঠন (Geotectonic), ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (Geomorphic Process), ক্ষয়চক্র (Cycle of Erosion), বায়ুমণ্ডল (Atmosphere), বারিমণ্ডল (Hydrosphere), জীবমন্ডল (Biosphere)।
  2. Fundamentals of Human Geography বা মানবীয় ভূগোলের মূলনীতি সমূহ। এই অংশ থেকে মোট ১০ নম্বরের প্রশ্ন হবে। এই বিভাগের উপ-বিভাগ গুলি হলো, জনসংখ্যা ভূগোল (Population Geography), মানব উন্নয়ন (Human Development)।
  3. Geography of India বা ভারতের ভূগোল। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে এই অংশ থেকে মোট ১০ নম্বরের প্রশ্ন হবে। এখানে মোট তিনটি উপ বিভাগ আছে। যথা, ভারতের শিল্প ( Indian Industries), ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন (Human Settlement and Development in Indian Context), নির্বাচিত কয়েকটি বিষয় ও সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি (Geographical Perspectives on Selected Issues and Problems), এছাড়াও HS 4th Semester Geography Syllabus 2026 শিরোনামে এই Website এ সম্পূর্ণ আলাদা একটি আর্টিক্যাল দেওয়া আছে, তোমার সেটি পড়ে নিতে পারো।

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026 একনজরে

  • শিরোনাম: ভূগোল সাজেশন
  • বিষয়: ভূগোল
  • সাল: ২০২৬
  • বোর্ড/সংসদ: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbchse.wb.gov.in

WB HS 4th Semester Geography Suggestion 2026 অধ্যায়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন

নিচে অধ্যায়ভিত্তক WB HS 4th Semester Geography Suggestion 2026 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হলো।

Fundamentals Physical Geography - ২ নম্বরের প্রশ্ন

  1. পরিচলন স্রোত কী?
  2. মধ্য-মহাসাগরীয় শৈলশিরা কাকে বলে? 
  3. সমুদ্রবক্ষের বিস্তৃতির দুটি কারণ লেখো? 
  4. কনভেয়ার বেল্ট কী? 
  5. ট্রান্সফর্ম চ্যুতি কাকে বলে? 
  6. পাত সীমানা বা পাত সীমান্ত কাকে বলে? 
  7. প্রতিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক পাত সীমানা বলে কেন? 
  8. অপসারী পাত সীমানাকে গঠনাত্মক পাত সীমানা বলে কেন? 
  9. ত্রিপাত সীমানা বা ত্রিমুখী সংযোগ বা ত্রিপাত সম্মেলন কাকে বলে? 
  10. মায়োজিওক্লাইন কাকে বলে ইউজিওকলাইন কাকে বলে?
  11. তপ্ত বিন্দু কাকে বলে? 
  12. প্লিউম কাকে বলে? 
  13. গায়ট কাকে বলে?
  14. মহীখাত কিভাবে সৃষ্টি হয়? 
  15. নিমজ্জন ও বিপরীত নিমজ্জন কাকে বলে? 
  16. বেনিয়ফ অঞ্চল কাকে বলে? 
  17. কর্ডিলেরা কিভাবে সৃষ্টি হয়? 
  18. ফ্লেক টেকটনিক কাকে বলে?
  19. অউলাকোজেন কী?
  20. সূচার লাইন বা সিবন রেখা কাকে বলে? 
  21. ক্রেটন কাকে বলে?
  22. কনভেয়ার বেল্ট কী?
  23. মেলাঙ্গে কাকে বলে?
  24. বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝ?
  25. অবরোহণ ও আরোহন কাকে বলে? 
  26. ক্ষয়ীভবন কাকে বলে? 
  27. নগ্নীভবন কাকে বলে? 
  28. পর্যায়ন কাকে বলে? 
  29. ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝ?
  30. নদী অববাহিকা কাকে বলে? 
  31. ধারণ অববাহিকা কাকে বলে? 
  32. জলবিভাজিকা কাকে বলে? 
  33. আদর্শ নদী বলতে কী বোঝো? 
  34. নদীবর্তন কী?
  35. অনুগামী নদী কাকে বলে? 
  36. পরবর্তী নদী কাকে বলে? 
  37. বিপরা নদী কাকে বলে? 
  38. পুনর্ভবা নদী কাকে বলে?
  39. অসংগত নদী কাকে বলে? 
  40. পূর্ববর্তী নদী কাকে বলে? 
  41. অধ্যারোপিত নদী কাকে বলে? 
  42. অবঘর্ষ ক্ষয় কাকে বলে? 
  43. ঘর্ষণ করে কাকে বলে? 
  44. কিউসেক ও কিউমেক কী? 
  45. নদীর ষষ্ঠঘাতের সূত্রটি লেখো? 
  46. প্রপাতকুপ কাকে বলে?
  47. খরস্রোত বা র‍্যাপিড কী 
  48. কাসকেড কাকে বলে? 
  49. মন্থকূপ কাকে বলে? 
  50. ক্যাটার‍্যাক্ট কাকে বলে? 
  51. প্লাবনভূমি কাকে বলে?
  52. বিন্দুবার বা পয়েন্টবার কাকে বলে?
  53. স্বাভাবিক বাঁধ কাকে বলে?
  54. ফেচ কাকে বলে? 
  55. সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে? 
  56. গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ কাকে বলে? 
  57. উর্মিভঙ্গ কাকে বলতে কী বোঝ? 
  58. তটভূমি কাকে বলে? 
  59. সমুদ্র সৈকত বা বেলাভূমি কাকে বলে? 
  60. সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমি কাকে বলে? 
  61. স্ট্যাক ও স্ট্যাম্প কাকে বলে?
  62. সামুদ্রিক খিলান কাকে বলে? 
  63. পুরোদেশীয় বাঁধ কাকে বলে? 
  64. প্রতিবন্ধক বাঁধ কাকে বলে?
  65. স্পিট কাকে বলে?
  66. উপহ্রদ বা লেগুন কাকে বলে? 
  67. তরঙ্গকর্তিত মঞ্চ কিভাবে গড়ে ওঠে? 
  68. মেসা ও বিউট কী?
  69.  বার্খান বা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কাকে বলে? 
  70. প্লায়া কাকে বলে?
  71. বাজাদা কাকে বলে?
  72. ওয়াদি কী?
  73. বোলসন কাকে বলে? 
  74. পেডিমেন্ট কাকে বলে?
  75. বহিঃবিধৌত সমভূমি কাকে বলে?
  76. ড্রামলিন কাকে বলে?
  77. কেটল হ্রদ কিভাবে সৃষ্টি হয়? 
  78. ভ্যালি ট্রেন কী?
  79. সিঙ্ক হোল কাকে বলে?
  80. শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা বলতে কী বোঝ?
  81. কার্স্ট জানালা কী?
  82. কার্স্ট অঞ্চলে স্বাভাবিক সেতু বা স্বাভাবিক সুড়ঙ্গ কিভাবে সৃষ্টি হয়? 
  83. ফিয়র্ড ও ফিয়ার্ড কী? 
  84. রিয়া উপকূল কাকে বলে?
  85. ডালমেশিয়ান উপকূল কাকে বলে?
  86. ক্যারাভান সরাই কাকে বলে?
  87. মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়? 
  88. মরু পেভমেন্ট কী? 
  89. ক্ল্যাপোটিস কী?
  90. এসকার কী?
  91. ক্ষয়চক্র কাকে বলে? 
  92. নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন? 
  93. মোনাডনক কাকে বলে?
  94. নদীগ্রাস কী?
  95. সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন কাকে বলে? 
  96. ইনসেলবার্জ বা বোর্নহার্ট কাকে বলে? 
  97. লোয়েশ সমভূমি কাকে বলে?
  98. উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে?
  99. নদী মঞ্চ কী?
  100. নিক বিন্দু কাকে বলে? অথবা, নিক বিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে কেন?
  101. কর্তিত নদীবাঁক কাকে বলে? 
  102. ক্রান্তীয় ঘূর্ণবাত কাকে বলে?
  103. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? 
  104. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কাকে বলে? 
  105. সীমান্ত কাকে বলে? সীমান্ত কয় প্রকার ও কী কী?
  106. উষ্ণ সীমান্ত কাকে বলে? 
  107. শীতল সীমান্ত কাকে বলে? 
  108. অক্লুশান কাকে বলে? 
  109. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? 
  110. অপসূর ও অনুসূর কাকে বলে?
  111. সৌরকলঙ্ক কী? 
  112. কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের দুটি ভিত্তি উল্লেখ করো।
  113. Bs ও Bw জলবায়ু বলতে কী বোঝ?
  114. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ কাকে বলে?
  115. একম্যান স্পাইরাল কী? 
  116. কোরিওলিস বল কাকে বলে?
  117. জিওস্ট্রপিক সমুদ্রস্রোত কাকে বলে? 
  118. শৈবাল সাগর কী?
  119. জায়র বা গায়র কাকে বলে?
  120. এল-নিনো কাকে বলে? 
  121. লা-নিনা কাকে বলে? 
  122. মগ্নচড়া কাকে বলে? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কী? 
  123. মগ্নচড়ার দুটি গুরুত্ব লেখো।
  124. বহিঃস্রোত ও অন্তঃস্রোত কী?
  125. হিমপ্রাচীর কী?
  126. প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত ও একটি শীতল স্রোতের নাম লেখো।
  127. জিওস্ট্রাফিক সমুদ্রস্রোত কী?
  128. মধ্য অক্ষাংশে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় কেন? 
  129. একম্যান স্পাইরাল কী? 
  130. হিমশৈল কাকে বলে? 
  131. জীববৈচিত্র্য কাকে বলে? 
  132. আলফা বৈচিত্র কাকে বলে? 
  133. বিটা বৈচিত্র্য কাকে বলে? 
  134. গামা বৈচিত্র্য কাকে বলে? 
  135. ডেল্টা বৈচিত্র কী?
  136. ইকো-ট্যুরিজম কী? 
  137. ইন-সিটু সংরক্ষণ কাকে বলে? 
  138. জীবমণ্ডল সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? 
  139. জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে? উদাহরণ দাও।
  140. অভয়ারণ্য ( Sanctuary) কাকে বলে?
  141. সুরক্ষিত অরণ্য (Protected Forest) বলতে কী বোঝো? 
  142. সংরক্ষিত অরণ্য (Protected Forest) বলতে কী বোঝ?
  143. জীন ব্যাংক কী? 
  144. জার্মপ্লাজম সংরক্ষণ বলতে কী বোঝো? 
  145. জীববৈচিত্র্য উষ্মাকেন্দ্র (Biodiversity Hot Spot) কাকে বলে? 
  146. রেড ডাটা বুক কাকে বলে?

Fundamentals of Physical Geography - ৩ নম্বরের প্রশ্ন

WBCHSE 4th Semester Geography Suggestion 2026 এর ৩ নম্বরের প্রশ্নগুলি ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভূগোলের প্রতিটি অধ্যায় বা ইউনিট থেকে ২০২৬ সালে যে সমস্ত ৩ নম্বর প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে আসার সম্ভাবনা বেশি সেগুলি নিচে দেওয়া হলো।
  1. মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  2. পাত সীমানা ও পাত প্রান্তের মধ্যে পার্থক্য লেখো?
  3. পাতের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  4. পাতের চলনের তিনটি কারণ লেখো।
  5. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  6. মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  7. পলল ব্যজনী ও পলল শঙ্কুর মধ্যে পার্থক্য লেখো।
  8. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? 
  9. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ গুলি লেখো।
  10. সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো।
  11. সোয়াস ও ব্যাকওয়াশের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  12. গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
  13. অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।
  14. সামুদ্রিক খিলান কিভাবে তৈরি হয়?
  15. বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি লেখো।
  16. ইনসেলবার্জ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
  17. বায়ুর বহনকাজের প্রক্রিয়াগুলি লেখো।
  18. জুগ্যান ও ইয়ারদাঙ এর মধ্যে পার্থক্য লেখো।
  19. মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য লেখো।
  20. সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি কি কি?
  21. লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়?
  22. বহিঃবিধৌত সমভূমি কাকে বলে?
  23. ফিয়র্ড ও ফিয়ার্ড কাকে বলে?
  24. ফিয়র্ড ও ফিয়ার্ড এর মধ্যে পার্থক্য লেখো।
  25. ক্ষয়চক্র কাকে বলে? নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন?
  26. ডেভিসের ত্রয়ী বা Trio of Davis কী?
  27. নদীগ্রাস কাকে বলে?
  28. স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক বা মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো।
  29. সমপ্রায়ভূমি বা পেনিপ্লেন ও পাদসমভূমি এর মধ্যে পার্থক্য লেখো।
  30. পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো।
  31. নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো? 
  32. গতিশীল পুনর্যৌবন ও স্থিতিশীল পুনর্যৌবন  কাকে বলে?
  33. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত যেগুলো তিনটি ভূমিরূপের বর্ণনা দাও। 
  34. সমখাড়া পরিখাবেষ্টিত নদীবাঁক ও  অসমখাড়া পরিখাবেষ্টিত নদীবাঁক বলতে কী বোঝ?
  35. নিক বিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে কেন? 
  36. নদী মঞ্চ কিভাবে গড়ে ওঠে? 
  37. মরু ক্ষয়চক্রের তিনটি পূর্বশর্ত উল্লেখ করো।
  38. নদীর পুনর্যৌবন লাভের তিনটি কারণ উল্লেখ করো।
  39. ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  40. ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? 
  41. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
  42. ক্রান্তীয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো।
  43. উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো।
  44. সীমান্ত কাকে বলে? অক্লুডেড সীমান্ত কিভাবে গড়ে ওঠে?
  45. ব্যারোক্লিনিক তরঙ্গ মতবাদটি লেখো। 
  46. কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের ত্রুটিগুলি উল্লেখ করো।
  47. নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন?
  48. গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন? 
  49. মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব উল্লেখ করো।
  50. উষ্ণস্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো।
  51. লন্ডন অপেক্ষা নিউইয়র্ক নিম্ন অক্ষাংশে, অবস্থিত হলেও লন্ডনের তুলনায় নিউইয়র্কে শীতের প্রকোপ বেশি কেন?
  52. মানুষের অর্থনৈতিক পরিবেশের উপর সমুদ্রস্রোতের প্রভাব উল্লেখ করো।
  53. একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে প্রায় ৯ মাস বরফ জমে। ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
  54. ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র সর্বাধিক কেন?
  55. ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো।
  56. জীব বৈচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো।
  57. জীববৈচিত্রের তিনটি গুরুত্ব লেখো।
  58. সংরক্ষিত অরণ্য ও সুরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।
  59. জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো।
  60. এক্স-সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য গুলি লেখো।
  61. জীব বৈচিত্রের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র বলতে কী বোঝ?
  62. জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো।

Fundamentals of Physical Geography - ৫ নম্বরের প্রশ্ন

সমগ্র সিলেবাসের মধ্যে শুধুমাত্র এই অংশ থেকেই ৫ নম্বরের প্রশ্ন উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে আসবে। বাকি জনসংখ্যা ভূগোল ও ভারতের ভূগোল থেকে কোন ৫ নম্বরের প্রশ্ন হবে না। WB HS 4th Semester Geography Suggestion 2026 এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৫ নম্বরের প্রশ্নগুলি নিচে আলোচনা করা হলো।
  1. প্রকৃতি গঠন ও অবস্থান অনুসারে পাতের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো।
  2. চিত্রসহ অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 
  3. অতীসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো।
  4. নদীর ক্ষয় কাজের ফলে গড়ে ওঠা যে-কোনো পাঁচটি প্রধান ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
  5. নদীর সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা যে-কোনো পাঁচটি ভূমিরূপের বিবরণ দাও।
  6. বায়ুর ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যে-কোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
  7. বায়ুর সঞ্চয়কাজের ফলে গড়ে ওঠা যে-কোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
  8. সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে গড়ে ওঠা যেকোনো পাঁচটি ভূমিরূপের বিবরণ দাও।
  9. সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের গড়ে ওঠা যেকোনো ৫ টি ভূমিরূপের বিবরণ দাও।
  10. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা যেকোনো ৫ টি ভূমিরূপের বিবরণ দাও।
  11. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে ফলে গড়ে ওঠা যেকোনো ৫ টি ভূমিরূপ এর বিবরণ দাও।
  12. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়ের কাজের ফলে গড়ে ওঠা যেকোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।
  13. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
  14. উইলিয়াম মরিচ ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়েগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো।
  15. উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়েগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো।
  16. ক্রান্তীয় ঘূর্ণবাতির উৎপত্তি ও বিনাশের বিভিন্ন পর্যায়েগুলি চিত্রসহ বর্ণনা করো।
  17. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বা জীবনচক্র চিত্রসহ ব্যাখ্যা করো।
  18. কোপেনার জলবায়ু শ্রেণি বিভাগের সমালোচনা করো।
  19. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 
  20. চিত্রসহ প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতগুলি ব্যাখ্যা করো 
  21. চিত্রসহ আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলির গতিপথ বর্ণনা করো।
  22. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের পরিবেশগত প্রভাব আলোচনা করো।
  23. মানব জীবনে ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।
  24. জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো।
  25. জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো।
  26. জীব বৈচিত্র সংরক্ষণের তিনটি কৌশল ব্যাখ্যা করো।

Fundamentals of Human Geography - ২ নম্বরের প্রশ্ন 

WB HS 4th Semester Geography Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026) এর এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধ্যায় যেখানে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জ্ঞান সীমিত। কারণ ইতিপূর্বে তারা এই টপিকটি কোন ক্লাসেই পড়েনি। তাই ছাত্র-ছাত্রীদের কাছে Population Geography বা জনসংখ্যা ভূগোল নতুন একটি বিষয়। এই অধ্যায় থেকে যেসমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেগুলি নিচে আলোচনা করা হলো।
  1. জন্মহার কাকে বলে?
  2. মৃত্যুহার কাকে বলে?
  3. কাম্য জনসংখ্যা কাকে বলে? 
  4. জনসল্পতা বা জনবিরলতা কাকে বলে?
  5. স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? 
  6. জনাকীর্ণতা বা জনাধিক্য কাকে বলে? 
  7. জনবিস্ফোরণ কাকে বলে? 
  8. শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? 
  9. জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো।
  10. কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য লেখো।
  11. কাম্য জনসংখ্যার দুটি গুরুত্ব উল্লেখ করো। 
  12. জনবিবর্তন মডেল কী?
  13. ম্যালথুসীয় চক্র কী?
  14. মেনথাসের জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো।
  15. ভারত বর্তমানে জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে অবস্থান করছে? 
  16. মৃত্যুর হার রাশির দুটি কারণ লেখো।
  17. জন্মের হার হ্রাসের দুটি কারণ লেখো।
  18. জনসংখ্যা নীতি কী?
  19. চীনের "এক সন্তান নীতি" কী?
  20. মানব উন্নয়ন কাকে বলে?
  21. অর্থনৈতিক উন্নয়ন কী?
  22. মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা দাও।
  23. অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো?
  24. মাথাপিছু আয় কিভাবে পরিমাপ করা হয়? 
  25. মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP কী?
  26. মানব উন্নয়নের মাত্রা সূচকের সূত্রটি লেখো।
  27. মানব উন্নয়নে GDP সূচক কী?
  28. মোট জাতীয় আয় (GNI) কী?
  29. দারিদ্র্য সূচকের সংজ্ঞা নির্দেশ করো।
  30. বহুমাত্রিক দারিদ্র্য সূচক কী?
  31. দারিদ্র রেখা কী?
  32. কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিকে Top-Down-Approch বলা হয় কেন?
  33. HDI নির্ণয়ের সূত্রটি লেখো।
  34. সামাজিক কল্যাণ বলতে কী বোঝো? 
  35. তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে? 
  36. অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বে ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব কী?

Fundamentals of Human Geography - ৩ নম্বরের প্রশ্ন

  1. আন্তর্জাতিক জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের ভূমিকা লেখো।
  2. মেলথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমানগুলি লেখো।
  3. মেনথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য কী?
  4. মেনথাসের জনসংখ্যা তত্ত্বের গুরুত্ব লেখো। 
  5. কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি লেখো।
  6. জনস্বল্পতার সমস্যাগুলি লেখো।
  7. জনকীর্ণতার কারণগুলি লেখো।
  8. জানাকীর্ণতার সমস্যাগুলি লেখো।
  9. জনাকীর্ণতা ও জনস্বল্পতার মধ্যে পার্থক্য লেখো।
  10. ভারতকে জনকীর্ণতার দেশ বলা হয় কেন?
  11. মানব উন্নয়নের মূল বৈশিষ্ট্যগুলি লেখো।
  12. মানব উন্নয়ন সূচক নির্ধারণে ব্যবহৃত তিনটি উপাদান কী কী?
  13. অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের মূল ধারণা ব্যাখ্যা করো।
  14. মানব উন্নয়নের তিনটি উপাদান আলোচনা করো।
  15. মানব উন্নয়ন সূচকের তিনটি বৈশিষ্ট্য লেখো।
  16. অর্থনৈতিক বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো।
  17. মানব উন্নয়ন সূচকের সুবিধা গুলি লেখো।
  18. মানব উন্নয়ন সূচক (HDI) এবং মানব দারিদ্র্য সূচক (HPI) মধ্যে পার্থক্য লেখো।
  19. কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মৌলিক নীতিগুলি কী কী?
  20. GDP ও GNI এর মধ্যে পার্থক্য লেখো।
  21. অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের গুরুত্ব আলোচনা করো।

Geography of India (ভারতের ভূগোল) - ২ নম্বরের প্রশ্ন

  1. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কী বোঝ?
  2. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি গুরুত্ব লেখো।
  3. ভারতের খাদ্য প্রক্রিয়া শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো।
  4. ভারতে কাগজ শিল্পের দুটি সম্ভাবনার কথা উল্লেখ করো।
  5. ভারতে কাগজ শিল্পের দুটি সমস্যা লেখো।
  6. ভারতে কাগজ শিল্পের উন্নতির দুটি কারণ লেখো।
  7. স্থানু ও শিল্প কাকে বলে?
  8. পণ্যসূচক কাকে বলে?
  9. পরিবহনের দোলক নীতি কী?
  10. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
  11. SAIL কী?
  12. লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলে কেন? 
  13. পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের দুটি কারণ লেখো।
  14. অনুসারী শিল্প কাকে বলে? 
  15. আধুনিক শিল্পদানব কী?
  16. উদীয়মান শিল্প কাকে বলে? 
  17. তথ্যপ্রযুক্তি শিল্প বলতে কী বোঝো? 
  18. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির দুটি কারণ লেখো।
  19. ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দুটি সমস্যা লেখো।
  20. ভারতের পেট্রোরসায়ন শিল্পের দুটি উল্লেখযোগ্য সমস্যার কথা উল্লেখ করো।
  21. মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলার কারণ কী?
  22. ভারতের কোন শহরকে ডেট্রয়েট বলা হয় ও কেন? 
  23. আউটসোর্সিং ও অফ সোর্সিং কী?
  24. উন্নয়নের সংজ্ঞা দাও। 
  25. গোষ্ঠীবদ বসতি কাকে বলে?
  26. বিক্ষিপ্ত বসতি কাকে বলে? 
  27. রৈখিক বসতি কাকে বলে? 
  28. স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। 
  29. স্বচ্ছ ভারত অভিযান কী?
  30. "ডিজিটাল ইন্ডিয়া"  বলতে কী বোঝো? 
  31. ভূমি ব্যবহারের সংজ্ঞা দাও। 
  32. ভারতের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত দুটি পদক্ষেপের উল্লেখ করো।
  33. সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো?
  34. মিড-ডে-মিল কর্মসূচি কী?
  35. পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের দুটি মূল কারণ উল্লেখ করো।
  36. গঙ্গা অ্যাকশন প্ল্যান কী?
  37. নমামি গঙ্গে প্রোগ্রাম বলতে কী বোঝো?
  38. ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের দুটি মূল কারণ উল্লেখ করো।
  39. আর্সেনিক দূষণ বলতে কী বোঝায়? 
  40. "ব্ল্যাকফুট রোগ"  কী?
  41. জনস্বাস্থ্যের উপর আর্সেনিক দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। 
  42. ভূমি অবক্ষয় বলতে কী বোঝোয়?
  43. জঙ্গলমহলে ভূমি অবক্ষরের দুটি কারণ লেখো।

Geography of India (ভারতের ভূগোল) - ৩ নম্বরের প্রশ্ন

  1. ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতির তিনটি কারণ উল্লেখ করো।
  2. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো।
  3. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ উল্লেখ করো।
  4. ভারতের সামুদ্রিক মৎস্য আহরণ শিল্প উন্নয়নের তিনটি কারণ লেখো।
  5. ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণের সমস্যাগুলি বিশ্লেষণ করো।
  6. ভারতে দ্রুত অটোমোবাইল শিল্প বিকাশের কারণ কী?
  7. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।
  8. ভারতের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত তিনটি পদক্ষেপের কথা উল্লেখ করো।
  9. গোষ্ঠীবদ্ধ বসতি ও বিক্ষিপ্ত বসতির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  10. মানব বসতির ধরন অনুসারে গ্রামীণ বসতির তিনটি ধরন সম্পর্কে লেখো।
  11. ভূমিব্যবহার ও ভূআচ্ছাদনের তিনটি পার্থক্য লেখো।
  12. ভারতে জমির গুণগতমান বজায় রাখার জন্য ব্যবহৃত তিনটি পদক্ষেপের কথা উল্লেখ করো।
  13. গঙ্গা নদীর দূষণের তিনটি প্রধান কারণ উল্লেখ করো।
  14. গাঙ্গেয় অববাহিকার জল দূষণের তিনটি প্রভাব সম্পর্কে আলোকপাত করো।
  15. দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্সেনিক দূষণের প্রভাবগুলি আলোচনা করো।
  16. পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর্সেনিক দূষণের তিনটি কারণ উল্লেখ করো।
  17. ডুয়ার্স অঞ্চলে বর্তমান সময়ে মানুষ-প্রাণী দ্বন্দ্ব বেড়ে যাওয়ার তিনটি মুখ্য কারণ উল্লেখ করো।

FAQ

WB HS 4th Semester Geography Suggestion 2026 PDF Download করা যাবে?

হ্যাঁ অবশ্যই যাবে। সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। 

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026 দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য কি অপরিহার্য?

পশ্চিমবঙ্গের সেমিস্টার সিস্টেমে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যেহেতু এ বছর প্রথমবার হচ্ছে, তাই প্রশ্নপত্রের ধরন বা প্যাটার্ন সম্পর্কে ছাত্রছাত্রীদের খুব একটা সম্যক ধারণা নেই। এই সাজেশনে সেই বিষয়টি পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। তাই সাজেশন অবশ্যই জরুরি।

WBCHSE 4th Semester Examination 2026 কবে থেকে শুরু হবে?

১২ ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।

HS 4th Semester Routine 2026 PDF Download করা যাবে?

হ্যাঁ যাবে, সেজন্য আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হতে হবে, অন্যথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

উপসংহার

WB HS 4th Semester Geography Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন 2026 এবছর দ্বাদশ শ্রেণিতে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ইতিহাসে যেহেতু এবছর সেমিস্টার সিস্টেমে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই প্রশ্নপত্রের প্যাটার্ন বা ধরন কি হবে তা একপ্রকার সবার কাছেই অজানা। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ আকারে চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের ধরন বা প্যাটার্ন এবং মডেল প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করেছে তবুও বিষয়টি একেবারে ছাত্র-ছাত্রীদের কাছে একেবারেই নতুন। প্রকৃতপক্ষে প্রশ্ন কেমন হবে এবং কোন কোন বিষয়গুলির ওপর অধিক জোর দেওয়া হবে তা নিয়ে শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীরাও ধোঁয়াশার মধ্যে আছে। ছাত্র-ছাত্রীদের এই ধোঁয়াশাকে দূর করার জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস হল WBCHSE 4th Semester Geography Suggestion 2026 ( উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ২০২৬)। 






Previous Post